×

আন্তর্জাতিক

জার্মানি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম

জার্মানি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে

ছবি: সংগৃহীত

ইউক্রেনে ফের সামরিক সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। 

তিনি বলেন, এটি জার্মানির নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের। 

জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা সবাই আরো শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখি। আর এ শান্তির জন্য প্রয়োজন ন্যায়বিচার। ন্যায়বিচার ছাড়া শান্তি বজায় থাকতে পারে না, তাই জার্মানি যতদিন প্রয়োজন ততদিন  ইউক্রেনের এ লড়ায়ে ন্যায়বিচারের জন্য তাদের সমর্থন করে যাবে। আমরা আমাদের স্বার্থে, আমাদের নিরাপত্তার জন্য এটি করছি।

যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। বার্লিন এ পর্যন্ত কিয়েভকে সামরিক সহায়তার জন্য প্রায় ২৮ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে, আগামীতেও সহায়তা অব্যাহত রাখরার প্রতিশ্রুতি দিয়েছে। 

এদিকে রাশিয়া বলছে, কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ করা মানে ইউক্রেনের সংঘাতকে আরো দীর্ঘায়িত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App