×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালত

এবার হামাসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

এবার হামাসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল

ছবি: সংগৃহীত

হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার জন্য গাজায় জিম্মি করা ইসরায়েলিদের পরিবার হেগের আন্তর্জাতিক আদালতে মামলা করার উদ্যোগ গ্রহণ করেছে।

জিম্মি পরিবারের ১০০ সদস্য নিয়ে গঠিত ইসরায়েলি প্রতিনিধি দলটি অভিযোগ দায়ের করতে হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যাওয়ার আগে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদুলুর।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কানের বরাতে জানা যায়, হামাস নেতাদের বিরুদ্ধে মামলায় ‘অপহরণ, যৌন সহিংসতার অপরাধ, নির্যাতন এবং অন্যান্য অভিযোগে পরিকল্পনা করা হয়েছে।’ এ বিষয়ে হামাসের দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করেনি। 

আরো পড়ুন: পঞ্চমবারের মত প্রেসিডেন্ট হলেন ইলহাম আলিয়েভ

ইসরায়েল বিশ্বাস করে ১৩৪ ইসরায়েলি এখনও গাজায় আটক রয়েছেন। সোমবার এক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফায় ২ জিম্মিকে মুক্ত করেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস একটি ইসরায়েলে অভ্যন্তরে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ লোককে হত্যা করে। এসময় হামাস ২৩৯ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। পরে গাজায় আক্রমণ চালায় ইসরায়েল। নিহত হয় ২৮ হাজার ৪০০ ফিলিস্তিনি। পাশাপাশি গাজায় চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App