×

আন্তর্জাতিক

আজারবাইজান

পঞ্চমবারের মত প্রেসিডেন্ট হলেন ইলহাম আলিয়েভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম

পঞ্চমবারের মত প্রেসিডেন্ট হলেন ইলহাম আলিয়েভ

ইলহাম আলিয়েভ, ছবি: আনোদুলু

আজারবাইজানের প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে শপথ গ্রহণ করেছেন ইলহাম আলিয়েভ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী বাকুতে এক অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আজারবাইজানের সাংবিধানিক আদালতের প্রধান ফরহাদ আবদুললায়েভ গত সপ্তাহের সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে আলিয়েভের বিজয় নিশ্চিত করেন। 

পরে আলিয়েভকে জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। খবর আনোদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়, আলিয়েভ প্রথমে আজারবাইজানের সংবিধানের উপর হাত রেখে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে তিনি আজারবাইজানের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এবং মর্যাদার সাথে জনগণের সেবা করার শপথ নেন।

এরপর তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের উপর হাত রেখে শপথ নিয়ে বলেন, ‘শতবর্ষ ধরে আজারবাইজানের জনগণের জাতীয় ও নৈতিক মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি অনুগত থাকবেন এবং যথাযথ সম্মান প্রদর্শন করবেন।’

আজারবাইজান সরকারিভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানে মুসলিমরা সংখ্যাগুরু।

উল্লেখ্য, ইলহাম আলিয়েভ ২০০৩ সাল থেকে আজারবাইজানের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি ৯২ শতাংশ ভোট পেয়ে পঞ্চম মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App