×

আন্তর্জাতিক

আবারো সম্পদমূল্য বেড়েছে আদানির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

আবারো সম্পদমূল্য বেড়েছে আদানির

ছবি: সংগৃহীত

আবারো সম্পদমূল্য বেড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির। শেয়ারের দাম বাড়ার কারণে গৌতম আদানির সম্পদমূল্য আবার ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। হিনডেনবার্গ প্রতিবেদনে বিস্ফোরক অভিযোগ আসার এক বছর পর আবারো এই মাইলফলক ছুঁয়েছেন আদানি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, ভারতের গৌতম আদানির বর্তমান সম্পদমূল্য ১০ হাজার ১০০ কোটি ডলার। এই তালিকায় বিশ্বের ধনীদের মধ্যে গৌতম আদানির অবস্থান এখন দ্বাদশ। এমনকি গতকাল (শুক্রবার) তিনি দশম স্থানেও উঠে এসেছিলেন। সর্বশেষ অধিবেশনে তার সম্পদমূল্য বেড়েছে ১ দশমিক ৫৯ বিলিয়ন বা ১৫৯ কোটি ডলার। 

আরো পড়ুন: আরিয়ানকে ছাড়াতে ২৫ কোটি ঘুষ দাবি, তদন্ত শুরু ইডির

শনিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত তার সম্পদমূল্য বেড়েছে মোট ১৬ দশমিক ৪ বিলিয়ন বা ১ হাজার ৬৪০ কোটি ডলার।

আদানি গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম টানা আট দিন বেড়েছে। গত সপ্তাহে এই কোম্পানির শেয়ার দর ১৩০ শতাংশ বেড়েছে। মূলত আদানির কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে তার ব্যক্তিগত সম্পদমূল্যও অনেকটা বেড়েছে।

আরো পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৭

আদানির এই সম্পদমূল্য বাড়ার বিশেষ তাৎপর্য আছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের শেয়ার বিশ্লেষণকারী কোম্পানি হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হয়। তাদের অভিযোগ ছিল, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়াতে নানা ধরনের কারসাজি করা হয়েছে। এই অভিযোগের পর তাদের শেয়ারের দর কমে যায়। রীতিমতো ঝড় বয়ে যায় আদানির সাজানো সাম্রাজ্যে। প্রায় ১০ হাজার ডলারের ক্ষতি হয় তাদের।

২০২২ সালে গৌতম আদানির সম্পদমূল্য ১৫০ বিলিয়ন ডলার বা ১৫ হাজার কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছিল। সেই অবস্থান থেকে এখনো ৫০ বিলিয়ন ডলার দূরে আছেন গৌতম আদানি। এদিকে সেই সময় ভারতের ধনীতম ব্যক্তি ছিলেন তিনি, যদিও এখন তিনি মুকেশ আম্বানির ঠিক পেছনে দ্বিতীয় স্থানে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App