×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৭

ছবি: রয়টার্স

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত হয়েছে সাতজন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) খারকিভ অঞ্চলের গভর্নর ওলে সিনেগুভব বলেন, রুশ বাহিনী শুক্রবার রাতে খারকিভ শহরে শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

টেলিগ্রাম অ্যাপে তিনি জানিয়েছেন, “এ হামলায় সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু, একজনের বয়স সাত বছর, অপরজনের চার ও ছয় মাসের একটি বাচ্চাও রয়েছে।”

রয়টার্স জানিয়েছে, শুক্রবার এর আগে রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে দু’টি তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেনের কয়েকটি ড্রোন। এতে শোধনাগারগুলোতে আগুন ধরে যায়।

আরো পড়ুন: গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

রাশিয়ার ওই অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইলস্কি রিফাইনারিতে লাগা ওই আগুন দুই ঘণ্টার মধ্যে আয়ত্ত্বে আনা হয়।

এর বেশি বিস্তারিত আর কিছু জানায়নি তারা। ইউক্রেনের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তাদের গোয়েন্দা সংস্থা এসবিইউয়ের ড্রোনগুলো ক্রাসনোদরের আরেকটি তেল পরিশোধনাগারেও হামলা চালিয়েছে। কিন্তু হামলার পর কী ঘটেছে তা জানা যায়নি।

তাদের আফিপস্কি শোধনাগারে ড্রোন হামলা হয়েছে কিনা, রাশিয়ার পক্ষ থেকেও তা নিয়ে কোনো মন্তব্য আসেনি।

সম্প্রতি ইউক্রেন তাদের ভূখণ্ড থেকে শত শত মাইল দূরে অবস্থিত রাশিয়ার তেল শোধনাগারগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App