×

আন্তর্জাতিক

মার্কিন হামলায় সিরিয়া ও ইরাকের নিহত ৪০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২ পিএম

মার্কিন হামলায় সিরিয়া ও ইরাকের নিহত ৪০

ইরাক ও সিরিয়ায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ নিতে শুক্রবার এই অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। গত রবিবার টাওয়ার টুয়েন্টি টু নামে পরিচিত ওই মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়, আহত হয় অন্তত ৪১ জন।

এই হামলার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত একটি মিলিশিয়া গ্রুপকে দায়ী করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে টাওয়ার টোয়েন্টি টু হামলায় যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে ভিত্তিহীন বলছে ইরান। খবর রয়টার্সের।

শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দূর পাল্লার বি-১ বিমান থেকে অভিযান পরিচালনা করা হয়। ৩০ মিনিটের মধ্যে সবগুলো স্থাপনায় একযোগে এ হামলা পরিচালনা করা হয়। মামলাটি ‘সফল’ হয়েছে বলে দাবি করেন মার্কিন জেনারেল ডগলাস সিমস।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, এই আক্রমণগুলি ‘যুক্তরাষ্ট্রের আরেকটি অপরিণামদর্শী কর্মকাণ্ড এবং কৌশলগত ভুল। যা শুধুমাত্র উত্তেজনা এবং অস্থিতিশীলতা বৃদ্ধি করবে।’

যুক্তরাষ্ট্রের এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া ও ইরাক।

আরো পড়ুন: জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরাক-জর্ডান

ওই হামলার প্রতিবাদে বাগদাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ইরাক। দেশটিতে যুক্তরাষ্ট্রের শুক্রবারের হামলায় সেখানকার পপুলার মোবিলাইজেশন ফোর্সের ১৬ সদস্য নিহত হয়েছে বলে বাহিনীটি দাবি করেছে। নিহতদের মধ্যে তাদের যোদ্ধা এবং চিকিৎসা কর্মীরা রয়েছে। ইরাকের একটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এই পপুলার মোবিলাইজেশন ফোর্স। যে বাহিনীতে ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর যোদ্ধারাও রয়েছে। এর আগে ইরাক সরকার অবশ্য হামলায় নিহত ১৬ জনের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছে বলে জানিয়েছিল।

আর সিরিয়ায় মারা গেছে ২৩ জন। যারা সবাই যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুতে নিরাপত্তার দায়িত্বে ছিল বলে জানিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App