×

আন্তর্জাতিক

এবার মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম

এবার মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন। তবে, মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধজাহাজে আঘাতের আগেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। 

আরো পড়ুন: এই প্রথম ইসরায়েলের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের টেলিভিশনে বুধবার সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। 

তিনি সুস্পষ্ট করে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের ওপর আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে।

আরো পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার

জেনারেল সারিয়ি বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সব ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। 

তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর নিজেদের মাতৃভূমি রক্ষার যেমন অধিকার রয়েছে, তেমনি ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন অটুট থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App