বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
হামলার ঘটনায় যে ব্যবস্থা নিল সলিমুল্লাহ মেডিকেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৯ জন শিক্ষককে বদলির সুপারিশ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।
হামলার পেছনে কারা?
জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং অভিযুক্ত শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য।
বহিষ্কারের সুপারিশ
৪৬তম ব্যাচের শিক্ষার্থী শাকের আহমেদ, ডা. তন্ময় এবং ডা. সাব্বিরকে হল ও ক্যাম্পাস থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ডা. দুর্জয়, ডা. জয়, ডা. সার্ফিনাজ, ডা. সাদেকুল, এবং ডা. শহীদুলকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাদের কলেজে কোনো ধরনের অনারারি প্রোগ্রাম (পোস্ট গ্র্যাজুয়েট বা ট্রেইনিং প্রোগ্রাম) বা চাকরি নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষকদের বদলি
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের মধ্যে ইউরোলজি বিভাগের প্রধান, অধ্যাপক সুদীপ দাশগুপ্ত, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস ছাত্তার সরকার, সহযোগী অধ্যাপক ডা. আমিরুজ্জামান সুমনসহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, অধ্যক্ষ অধ্যাপক শাহাদাত হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক আকাইদুজ্জামান, অধ্যাপক গোবিন্দ চন্দ্র সাহা, অধ্যাপক অজয় কুমার সরকার, এবং সহকারী রেজিস্ট্রার অধ্যাপক ডা. প্রহ্লাদ পালকেও বদলির জন্য সুপারিশপত্র পাঠানো হবে।
বিভিন্ন মেয়াদে শাস্তি
বহিরাগত শিক্ষার্থী এবং ইন্টার্নদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত আলিফ, নওশীদ, আনিসকে হল ও ক্যাম্পাস থেকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ইন্টার্ন ডা. ফাহিম ও ডা. আজিজকে ৩ বছরের জন্য হল ও ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় হয়েছে। এছাড়া, গুজব রটানোর অভিযোগে ছাত্র নওশীন, ঋতিকা এবং কেয়াকে আজীবনের জন্য সব ছাত্রীনিবাস ও ইন্টার্ন হল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো পড়ুন: সালমান এফ রহমানের বিষয়ে যে সিদ্ধান্ত নিল দুদক
এই কঠোর সিদ্ধান্তগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজে চলমান সংকট এবং শৃঙ্খলার অভাবে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং হতাশার সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে আরো আলোচনার জন্ম দেবে।