ব্রিটনি কার্টরাইট ও জ্যাক্স টেলরের বিচ্ছেদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম
ব্রিটনি কার্টরাইট। ছবি: সংগৃহীত
রিয়েলিটি শো ‘দ্য ভ্যালি’র তারকা জ্যাক্স টেলর এবং ব্রিটনি কার্টরাইটের বিচ্ছেদের খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৬ মাস আগে বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর, অবশেষে ব্রিটনি জ্যাক্সকে আনুষ্ঠানিকভাবে তালাকের নোটিশ পাঠিয়েছেন। তবে বিষয়টি আরো চমকপ্রদ হয়ে ওঠে যখন জানা যায়, এই নোটিশ দেয়া হয়েছিল শোয়ের শুটিং চলাকালীন সময়ে।
ব্রিটনির এই পদক্ষেপটিকে অনেকটা ‘ব্রাভো’ চ্যানেলের আরেকটি জনপ্রিয় শো ‘সামার হাউস’ তারকা কার্ল রেডকে এবং লিন্ডসে হাবার্ডের বিচ্ছেদের মতোই। ঘটনাটি ঘটে যখন জ্যাক্স এবং ব্রিটনি পৃথকভাবে শুটিং করছিলেন, তখন একজন তৃতীয় পক্ষের মাধ্যমে জ্যাক্সের কাছে তালাকের নোটিশ পৌঁছানো হয়। খবর কসমোপলিটনের।
প্রতিবেদনটিতে বলা হয়, ব্রিটনি মনে করেন যে জ্যাক্সের অতীত কর্মকাণ্ডের কারণে তাদের একসঙ্গে থাকা অসম্ভব হয়ে উঠেছে। যদিও কয়েকটি সূত্র দাবি করে যে এই বিচ্ছেদের ক্ষেত্রে জ্যাক্স একমাত্র দোষী নন এবং সবকিছু ‘দ্য ভ্যালি’র দ্বিতীয় মৌসুমে প্রকাশ পাবে। যেখানে শোটি আরো গুরুতর ও ভারী বিষয়বস্তু নিয়ে ফিরে আসবে।
একই সময়ে, ‘পিপল’ ম্যাগাজিনের এক অভ্যন্তরীণ সূত্র জানায়, ব্রিটনি এই সিদ্ধান্তটি তার এবং তাদের ছেলের ভবিষ্যতের স্বার্থে নিয়েছেন। তিনি মনে করেন যে এই টানাপড়েনের অবসান ঘটানো এখন সবচেয়ে জরুরি, এবং তা করার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। আদালতের নথি অনুসারে, ব্রিটনি নিজেদের মধ্যে মতভেদের কথা উল্লেখ করে তালাকের আবেদন করেছেন এবং তাদের ৩ বছর বয়সী ছেলের প্রাথমিক আইনি ও শারীরিক হেফাজত চেয়েছেন।
এখন পর্যন্ত এই সাবেক দম্পতি তাদের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ব্রিটনি তার ইন্সটাগ্রামে ইঙ্গিত দিয়েছেন যে তিনি নিজের ‘আত্মবিশ্বাস’ ফিরে পাচ্ছেন।
https://www.instagram.com/brittany/?utm_source=ig_embed&ig_rid=da93256f-8c54-4268-97c6-045a66b339cb
অনুবাদ: কসমোপলিটন অবলম্বনে