ফিরলেন সালমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম
মৌসুমী আক্তার সালমা
ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে ব্যস্ততা থাকে সব সময়ই। বেশির ভাগ সময়ই দেশ-বিদেশের স্টেজ শোতে অংশ নেন এই শিল্পী। পাশাপাশি নতুন গানের কাজ নিয়েও থাকে ব্যস্ততা।
তবে ১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারেননি এই গায়িকা। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হননি সালমা। এবার বিরতি ভেঙেছেন তিনি।
আরো পড়ুন: আসিফ নজরুলকে নিয়ে মুখ খুললেন শাওন
‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন শুক্রবার (৯ আগস্ট)। রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
সালমা বলেন, খুব শিগগির গানটির গানচিত্র প্রকাশিত হবে কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। এই সপ্তাহে আরও কয়েকটি গানে কণ্ঠ দেব।
আরো পড়ুন: প্রেমিকাকে নিয়ে উড়াল দিলেন দেব
প্রসঙ্গত, কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা ‘ক্লোজআপ ওয়ান’ দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান।
তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান গেয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন।