শ্রদ্ধার রাতের ঘুম কেড়ে নিলেন কে!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম
শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার প্রেমিক রাহুল মোদী। ছবি: সংগৃহীত
বেশ কয়েকদিন ধরেই বলিউডে গুঞ্জন এক চিত্রনাট্যকারের প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গত বছর মুক্তি পেয়েছে শ্রদ্ধা ও রণবীর কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। বাণিজ্যিক দিকে থেকে বিচার করলেন ছবিটিকে মোটামুটি ব্যবসা সফল ছবিই বলা যায়। এই সিনেমার গানগুলোও বেশ জনপ্রিয় হয়েছে।
শোনা গেছে সেই ছবির লেখক রাহুল মোদীর সঙ্গেই নাকি চুপিসারে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এবার রাহুলের সঙ্গে নিজের ছবি নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই অনেকের ধারনা অভিনেত্রী কি তাহলে নিজের সম্পর্কে সিলমোহর দিলেন। পাশাপাশি তিনি জানালে যে প্রেমিক তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। খবর আনন্দবাজারের।
গত বছর থেকেই অনেকবার রাহুলের সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। কখনো নৈশভোজের অনুষ্ঠানে, কখনোবা রাহুলের বাড়িতে। স্বাভাবিকভাবেই অনেকে তাই মিলিয়েছেন দুয়ে-দুয়ে চার।
সম্প্রতি অনন্ত অম্বানী প্রাক্-বিবাহ অনুষ্ঠানে আবারো রাহুলের সঙ্গে দেখা গেছে শ্রদ্ধাকে। সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কালো রঙের বডিকন পোশাকে হাজির হয়েছিলেন শ্রদ্ধা, আর কালো রঙের স্যুটে ধরা দিয়েছিলেন রাহুল। রিয়ানার গানের তালে নেচেছেন দুজনেই। তবে ক্যামেরা দেখেই সাবধান হয়ে যান তারা। কিন্তু এবার আর রাখ ঢাক নয়, খুল্লামখুল্লা নিজেদের প্রেমের খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রেমিক রাহুলের সঙ্গে সেলফি তুলে ছবি দিয়ে ক্যাপশনে শ্রদ্ধা লেখেন- ‘আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও।’ সঙ্গে হাসি মুখ আর লাল হৃদয়ের ইমোজি।
অন্যদিকে রাহুল ভীষণ রকমের ইনট্রোভার্ট। খুব বেশি ছবি তোলা বা সম্পর্ক নিয়ে প্রচারণায় একদমই আগ্রহী নন। কিন্তু শ্রদ্ধা কি এবার তাদের প্রণয়কে পরিণতির দিকে এগিয়ে নিচ্ছেন? সেই উত্তর সময়ই বলে দেবে।