শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম
শাহবাগে পুলিশের সঙ্গে সংষর্ঘ। ছবি: সংগৃহীত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘর্ষে নিহত ৪ জনের মরদেহ নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের লাশ নিয়ে শাহবাগ মোড়ে বিক্ষোভের চেষ্টা করে তার। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনে নিহত ৪ জনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান। সেখান থেকে একজনের লাশ নিয়ে শাহবাগে মিছিল করেন আন্দোলনকারীরা।
এসময় শাহবাগ থানায় আক্রমণ করতে গেলে থানা থেকে পুলিশ গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরে শহীদ মিনারে ফিরে আসে আন্দোলনকারীদের একটি অংশ। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে।
উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি সংঘর্ষ ঘটে।
আরো পড়ুন: সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রাত ১০টা পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।