×

অর্থনীতি

বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেল রিফাত গার্মেন্টস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেল রিফাত গার্মেন্টস

ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় ৭৭ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেয়া হয়েছে। এর মধ্যে রপ্তানি খাত নির্বিশেষে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেডকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি ও সনদ দেয়া হয়।

রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হা-মীম গ্রুপের পরিচালক সাজিদ আজাদের হাতে এ ট্রফি (গোল্ড) তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮–১৯ এবং ২০২০–২১ অর্থবছরেও বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেয়েছিল তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণ করে চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে ৩২ খাতের রপ্তানিকারকদের আয়, প্রবৃদ্ধি, পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি বিবেচনা নিয়ে ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। 

সর্বোচ্চ আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে ১টি বিশেষ ট্রফি (স্বর্ণ) দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়। সম্প্রতি গেজেট আকারে এসব প্রতিষ্ঠানের নামের তালিক প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। 

সে অনুযায়ী, হা-মীম গ্রুপের আরো দুই প্রতিষ্ঠান হা-মীম ডেনিম এবং অ্যাপারেল গ্যালারি জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে। অ্যাপারেল গ্যালারি তৈরি পোশাকের ওভেন খাতে রৌপ্য পদক এবং হা-মীম ডেনিম টেক্সটাইলস ফেব্রিক খাতে রৌপ্য পদক পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App