×

অর্থনীতি

ভারতে অঙ্গপ্রতিষ্ঠান বন্ধ করলো কোকা-কোলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১১:৪২ পিএম

ভারতে অঙ্গপ্রতিষ্ঠান বন্ধ করলো কোকা-কোলা

ছবি: সংগৃহীত

ভারতে বিশ্ব বিখ্যাত কোমল পানিয় ব্র্যান্ড কোকা-কোলা তাদের বোতলজাত প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের (বিআইজি) কার্যক্রম বন্ধ করেছে। রবিবার (৩০ জুন) কোকা-কোলা তাদের এ অঙ্গ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। বিআইজি বন্ধ করে বিকল্প পথে হাটতে চাচ্ছে কোকা-কোলা । ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোকা-কোলার এমন সিদ্ধান্তে ভারতের ভারতের বাজারে বেশ বড়সড় প্রভাব পড়তে পারে । কারণ ২০০৬ সালে চালু করা প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণেই এতদিন চলতো হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি)। আর ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে সরবরাহ করা হতো। 

প্রতিবেদন থেকে আরো জানা যায়, কোকা-কোলা এখন থেকে নিজেরাই বোতলজাতকরণ করতে চায় । ইতোমধ্যে একটি বিশেষ বোর্ডও গঠন করেছে প্রতিষ্ঠানটি। বোতলজাতের বিষয়ে পরবর্তী নির্দেশনা সেখান থেকেই আসবে বলে জানা জায় ।

জানা যায়, অংশীদারিত্ব বিক্রি করতে চাইছে কোকা-কোলা ভারতীয় বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) । ইতোমধ্যে কোম্পানিটি চারটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। ধারনা করা হচ্ছে, কিছু শেয়ার বিক্রি করে দিতে চাইছে কোকা-কোলা। 

উল্লেখ্য, ভারতে মোট ১৬টি প্ল্যান্ট পরিচালনা করছে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেসের (এইচসিসিবি)। প্রধানত পশ্চিম ও দক্ষিণের রাজ্যে রয়েছে। ইতোমধ্যে এগুলো বিক্রি করা হয়েছে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App