হাছান মাহমুদ-নওফেলসহ আ.লীগ নেতাদের নামে চট্টগ্রামে মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেল ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনতার আনন্দ মিছিলে গুলি চালানোর অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় আনোয়ার হোসেন নামে এক অটোরিকশাচালক এ মামলা করেন।
এ মামলায় আরো আসামি করা হয়েছে- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ ১৫৩ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২০০-৩০০ জনকে।
আরো পড়ুন: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা
এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বিকেলে ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার পুলিশ লাইন্সের সামনে সরকার পতনের পর সাধারণ জনতার আনন্দ মিছিলে যোগ দেন আনোয়ার হোসেন। মিছিলটি দেওয়ানহাটের দিকে গেলে আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্রধারীরা জনতার ওপর গুলি করে। ওই সময় আনোয়ারের ডান হাতে গুলি লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
প্রসঙ্গত, ৫ আগস্ট বিকেলে শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে লাখ লাখ মানুষ চট্টগ্রামের রাজপথে নেমে আসে। এ সময় চট্টগ্রাম নগরের কোতোয়ালি, দেওয়ানহাট ও জেলার হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজের হিসাব অনুযায়ী ওই দিন অন্তত ১৫০ জন মানুষ গুলিবিদ্ধ ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।