জলমহাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া, উত্তপ্ত এলাকা
মধ্যনগর (সুুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম
ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ। ঘটেছে ধাওয়া পাল্টা-ধাওয়ার মতো ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ইয়ারন বিল (ইকরছই খাল ও বিল) নামের জলমহাল দখল করতে যান মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়ার নেতৃত্বাধীন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। দলটির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ভাগ-বাটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্থানীয় বিএনপির ধাওয়ার মুখে টিকতে না পেরে পালিয়ে যান সুজন ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় উভয়পক্ষের লোকজন রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় চাঁনপুর গ্রামের বাসিন্দা মহসিন মিয়া বলেন ,ইয়ারন বিল জলমহাল দখলকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এতে করে এলাকার জনসাধারণ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।
স্থানীয় বিএনপি নেতা স্বপন জাহান বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়ার নেতৃত্বে 'সুজন বাহিনী' ইয়ারন বিল দখল করতে এলে স্থানীয় জেলেরা সংগঠিত হয়ে ধাওয়া করেন। তাতে ওরা এলোপাতাড়িভাবে পালিয়ে যান।
উল্লেখ্য, সুজন মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। জলমহাল দখলের ঘটনা বিষয়ে জানতে আব্দুল কাইয়ূম মজনুর মুঠোফোনে চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
মধ্যনগর থানার এসআই তপন দাস জানান, ইয়ারন জলমহালে সংঘটিত ঘটনায় মধ্যনগর উপজেলা বিএনপির কয়েকজন নেতা থানায় এসেছিলেন।তারা সম্ভবত এ বিষয়ে লিখিত অভিযোগ করবেন।