×

সারাদেশ

নাফ নদীতে কোস্টগার্ডর অভিযান, বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৯ পিএম

নাফ নদীতে কোস্টগার্ডর অভিযান, বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
টেকনাফের সাবরাং ইউনিয়নের বড় খাল সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অন্ধকারের সুযোগে নদী সাঁতরে মিয়ানমারের জলসীমায় পালিয়ে গেছে এক পাচারকারী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে নদী সাঁতরে বাংলাদেরে জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা বোট থেকে টর্চ জ্বালালে লোকটি সাদা রঙের প্লাস্টিকের একটি বস্তা পানিতে ছেড়ে পুনরায় মিয়ানমারের জলসীমায় চলে যায়। পরে বস্তাটি উদ্ধার করে পলিথিনে মোড়ানো ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App