বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
মধ্যনগরে আয়াতুল্লাহর পরিবারকে অর্থ সহায়তা
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম
ছবি: ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কার হয়েছে। মধ্যনগর উপজেলা প্রশাসন আয়াতুল্লাহর পরিবারের কাছে এ সহায়তা তুলে দেন।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে মো. আয়াতুল্লাহর পিতা হাজী মো. সিরাজুল ইসলামের কাছে মধ্যনগর উপজেলা পরিষদের পক্ষ হতে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা। এসময় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে যোগদান করতে গিয়ে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে নিহত হন মো.আয়াতুল্লাহ।
আরো পড়ুন: মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, উত্তাল সমুদ্র
এ ঘটনার ১১ দিন পর গত ১৬ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মো. আয়াতুল্লাহর মরদেহের সন্ধান পায় তার পরিবার। পরদিন ১৭ আগস্ট মধ্যনগরে নিহতের মরদেহ পৌঁছার পর স্থানীয় প্রশাসন ও ছাত্র- জনতার উপস্থিতিতে যথাযথ মর্যাদায় দাফন করা হয়।