বন্যার কারণে পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের ৯ জেলায় ভয়াবহ বন্যায় রেল লাইন ঢুবে গিয়েছে। বন্যার প্রভাবে পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রেল সূত্র জানিয়েছে, বন্যার পানিতে ফেনীতে রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকা-সিলেট-চাঁদপুরসহ অন্যান্য গন্তব্যের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে এখন দেশের অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ আছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ ডুবে যায়। তাছাড়া পানি তোড়ে লাইন থেকে পাথর ও মাটি সরে গেছে।
এদিকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরনগরী থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন ফেনীর কাছাকাছি থেকে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরো পড়ুন: বাংলাদেশের বন্যা নিয়ে যা বলল ভারত
এছাড়া সিলেটের শ্রীমঙ্গল, কুলাউড়া, আখাউড়াসহ বিভিন্ন স্থানে পানি লাইনের ওপর উঠে যাওয়ায় ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের চলাচলও বন্ধ আছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা করে।