ঋত্বিক ঘটকের বসতভিটা ভেঙে ফেলার অভিযোগ
কাগজ প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম
ছবি: ভোরের কাগজ
অবৈধভাবে ভেঙে ফেলা হয়েছে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের বসতভিটা। এ ঘটনায় বুধবার (১৪ আগস্ট) দুপুরে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে ছুটে যান। অভিযুক্ত হোমিও কলেজের অধ্যক্ষকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি কথা বলতে গড়িমসি করেন। এরপর তাকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়।
উল্লেখ্য, ঋত্বিক ঘটক ছিলেন বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক। তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) রাজশাহী শহরের মিয়াঁপাড়ায়। ছেলেবেলায় কিছুদিন দাদা মণীশ ঘটকের সঙ্গে কলকাতায় ছিলেন তিনি।
তখন পড়াশোনা করতেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী শহরে ফিরে আসেন। রাজশাহী শহরের পৈতৃক বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি অংশ কেটেছে এ পরিচালকের। এ বাড়িতে কিছু সময় বসবাস করেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীও। ঋত্বিক ঘটক রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন।
তিনি রাজশাহী কলেজ ও মিয়াঁপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নাট্যচর্চা করেছেন। ১৯৪৭ সালে ভারত ভাগের পরে তাদের পরিবার কলকাতায় চলে যায়। তিনি বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সাথে তুলনীয়। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি ছিলেন প্রশংসিত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম বহুল উচ্চারিত।