শিবগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম
ছবি: ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রায়হান আলী (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার গভীর রাতে রায়হানের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে বাড়ির কিছু দূরে আমবাগানে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।
রায়হানের বোন ফজি বেগম বলেন, চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে কয়েকবার বাকবিতণ্ডাও হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য তারা দায়ী। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।
আরো পড়ুন: নোয়াখালীর সেই নারীকে তার স্বামীর অপহরণ চেষ্টা
রায়হানের ভাবি শহিনুর বেগম বলেন, রাত ১টার দিকে হঠাৎ বাড়ির সামনে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে গিয়ে দেখি রায়হান একটি আমবাগানে লুটিয়ে পড়ে আছে।
স্থানীয় একটি সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে রায়হানকে ফাঁসিয়ে দিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবানাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রায়হানের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের কোন ঘটনা জানা নেই এবং কেউ কোন অভিযোগ করেননি। নিহতের মা বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।