হল ছাড়বেন না জাবি শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেয়া হয়েছে।
তবে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ভ্যাকেন্ট চান না। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে হল ভ্যাকেন্টের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন না তারা।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় ইউজিসির নির্দেশনা বাস্তবায়নে জাবিতে জরুরি সিন্ডিকেট সভা বসেছে। জানা গেছে, উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ভ্যাকেন্ট করতেই এই সিন্ডিকেট সভার আহ্বান করেছেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন যে শান্তিপূর্ণভাবে চলছে সেটি বানচাল করার চক্রান্ত চলছে। একটি যৌক্তিক দাবি কেন মেনে নেয়া হচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন রেখেছেন তারা। তারা আরো বলছেন, ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন স্বাভাবিক। কারণ ক্যাম্পাসে বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।
আরো পড়ুন : ক্যাম্পাস ছেড়ে পালালেন ঢাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদক
বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ন্যাক্কারজনক হামলা হয়েছে। রাষ্ট্র আমাদের কোনো নিরাপত্তা দিতে সক্ষম হয়নি। এখন হল ভ্যাকেন্ট হলে শিক্ষার্থীরা যে নিরাপদে বাসায় যেতে পারবে সেই নিশ্চয়তাও নেই। আমাদের উপর সন্ত্রাসীরা আক্রমণ করেছে। যতক্ষণ পর্যন্ত এর বিচার না হচ্ছে, সন্ত্রাসমুক্ত জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা হচ্ছে আমরা কেউ হল ছাড়বো না।
এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নিয়ম হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি ৬ মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ তা কোনোভাবেই বন্ধ করা যেতে পারে না।
শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এসেছি, আমরা বলেছি হল ভ্যাকেন্ট দেয়া হবে না। মঙ্গলবার সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে হল খোলা রাখার। যদি আজকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত পরিবর্তন করে সেটি মেনে নেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে যে সংকট সৃষ্টি হয়েছে তা বিশ্ববিদ্যালয় বন্ধ করে কোনোভাবেই সমাধান সম্ভব নয়।