কর্ণফুলী পেপার মিলসে মধ্যরাতে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:২৯ এএম
ছবি : সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলস্-এ (কেপিএম) আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্র ঘটে। তবে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী।
কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।
আরো পড়ুন : প্রশ্নফাঁসে কোটিপতি নিরাপত্তা প্রহরী শাহাদত