৩ সন্তানের মাকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৫:৩৭ পিএম
পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়ে দুধ ঢেলে গোসল করছেন স্বামী সেকেন্দার আলী। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন স্বামী । তার নাম সেকেন্দার আলী। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক।
সেকেন্দার খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী পরকীয়া করে আসছিলেন। একপর্যায়ে সেকেন্দার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমিক মাজেদুলের বিয়ে দেন সেকেন্দার। এর পর তিনি দুধ দিয়ে গোসল করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
এলাকাবাসীরা জানান, আব্বাস আলীর ছেলে সেকেন্দার আলীর স্ত্রী তিন সন্তানের মা। সেকেন্দারের নিষেধ সত্ত্বেও একই গ্রামের মিলন হোসেনের ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকেন ওই নারী। ব্যাপারটি ধরার জন্য গত ৩ জুলাই বুধবার সন্ধ্যায় ওঁৎ পেতে থাকেন সেকেন্দার। একপর্যায়ে তাদের অবৈধ সম্পর্ক তিনি হাতেনাতে ধরে ফেলেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় সেকেন্দার স্ত্রীকে পরকীয়া প্রেমিক মাজেদুলের সঙ্গে বিয়ে দেয়ার পরের দিন দুধ দিয়ে গোসল করেন সেকেন্দার। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে সেকেন্দার জানান, গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে দেয়া হয়েছে। দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।
স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এর পর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানতে পেরেছি।