×

সারাদেশ

ঝিকরগাছায় কাঠ বোঝাই নছিমন উল্টে চালক নিহত

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

ঝিকরগাছায় কাঠ বোঝাই নছিমন উল্টে চালক নিহত

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে কাঠ বোঝাই এক নছিমন চালক নিহত হয়েছেন। নিহত টনি হোসেন (২০) গদখালীর বারবাকপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, যশোরগামী দ্রুত গতির একটি বাস বেনেয়ালী ব্রাক অফিস সংলগ্ন রোডে আসলে সেখানে কাঠ বোঝাই নছিমন চালক সাইড দিতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে যায় এবং কাঠের নিচে চাপা পড়ে নছিমন চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন: শেরপুরে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় টনিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানা ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা জানান, যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে যায়। এসময় কাঠের নিচে চাপা পড়ে চালক নিহত হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রাথমিক সুরতহাল করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App