×

সারাদেশ

হাতীবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম

হাতীবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে হাতীবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, সেলিম হোসেন ইউপি চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, উপজেলার কর্মকর্তাবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ শিক্ষক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবী পুষ্পমাল্য দেন।

আরো পড়ুন: বড় ভাই ইউপি চেয়ারম্যান, ছোট ভাই এমপি!

এরপরে সকালে প্রভাতফেরি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App