×

সারাদেশ

ইউপি নির্বাচন

মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লোকমান হাওলাদার

Icon

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম

মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লোকমান হাওলাদার

ভোলার মনপুরায় ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লোকমান হোসেন হাওলাদার। কমিশন ঘোষিত প্রথম ধাপের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন জুড়ে উৎসবের আমেজ বইছে। উৎসব মুখর পরিবেশে শত শত ভোটার-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসে এসে তিনি মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু।

আরো পড়ুন: অস্ত্রসহ আসা ২২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূঁইয়া, সাবেক মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান কাশেম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক মো. ছালাহ উদ্দিন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হারুন পাটওয়ারী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, যুবলীগ নেতা নোমান ফরাজী, রিপন মিয়া, সামসুদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাওন হাওলাদার, রুবেল হাওলাদার, জিয়াদ হাওলাদার ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদের প্রমুখ।

এছাড়াও সকাল থেকে দুটি ইউনিয়নের একাধিক মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে প্রথম ধাপের ইউপি নির্বাচনে এ উপজেলায় ১ নম্বর মনপুরা ও কলাতলী দু’টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

তফসিল ঘোষনার পর থেকে মনোনয়ন পত্র জমা দেয়ার সুযোগ থাকলেও প্রার্থীরা ফরম সংগ্রহ করে কাগজপত্র গুছিয়ে ১১ ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। তারপর যাচাই বাছাই শেষে প্রার্থীদেরকে প্রতিক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App