×

সারাদেশ

রাজশাহীতে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

রাজশাহীতে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

ছবি: সংগৃহীত

রাজশাহীতে মোহনপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাঠের লাকড়িবাহী নছিমনের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়ার ধাধাস এলাকার মো. হানিফের ছেলে হাবিব (২৩) ও কামাড় ধাধাস এলাকার মো. মোফা (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। এ সময় একটি নছিমন কাঠের লাকড়ি নিয়ে ভাটায় যাচ্ছিল। পথে মোহনপুর রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নছিমনের চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ, চসিকের ৩ গাড়ি ভাংচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসেছেন।

রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App