×

সারাদেশ

মানিকগঞ্জে বাস-গাড়ির সংঘর্ষে নিহত ১

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম

মানিকগঞ্জে বাস-গাড়ির সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে যাত্রীবাহী পরিবহন বাস ও গাড়ির সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর নামক স্থানে কুষ্টিয়াগামী রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একটি হাইস গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, এতে হাইস গাড়ির ২ জন গুরুতর আহত এবং রাজধানী এক্সপ্রেসের ৮-১০জন আঘাত প্রাপ্ত হন। হাসপাতালে নেয়া হলে গাড়ির গুরুতর আহত যাত্রী মিঠু মিয়া মারা যান। নিহত মিঠু মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের চানু মিয়ার ছেলে।

আরো পড়ুন: দেশের মানুষ ভালো থাকবে এটাই প্রধানমন্ত্রীর অঙ্গিকার

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া জানান, ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তখন গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর মিঠু নামে একজন মারা যান। 

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. মেরাজ উদ্দিন ভোরের কাগজকে জানান, আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়ে মহাসড়ক যানজট মুক্ত রাখতে তিনি কাজ করছিলেন। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নিয়েছেন কিনা জানতে চাইলে টিআই জানান, আইনগত দিকসহ পুরো বিষয়টি তাদের কন্ট্রোল রুম দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App