×

ক্যাম্পাস

অবশেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:১৫ এএম

অবশেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল বরখাস্ত

অধ্যাপক আতিকুল ইসলাম

নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। বুধবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বোর্ড মেম্বারদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আরো পড়ুন- নর্থ সাউথ ভিসি আতিকুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ

এর আগে গত ১৫ আগস্ট ভিসি অধ্যাপক আতিকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, নৈতিক চরিত্রস্খলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ জানিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করার অভিযোগ করে। অধ্যাপক আতিক স্বৈরাচারীর দোসর, একজন মুখোশধারী এবং দুর্নীতিবাজ। মানববন্ধনে অভিভাবকরা শিগগির বর্তমান উপাচার্যকে অপসারণ করে শিক্ষা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সে সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছিলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন বলে জানা যায়। কিন্তু তার নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন অধ্যাপক আতিকুল সবসময়ই স্বেচ্ছাচারী ছিলেন। ভুক্তভোগী ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবৈধ ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের আচার-আচরণে অতিষ্ঠ। 

শিক্ষার্থীরা আরো জানান, অবৈধ উপাচার্য যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তীব্র আন্দোলন গড়ে তুলে তাকে বিদায় করা হবে। ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা বন্ধ করে দিয়েছেন। 

এমন প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ভিসি আতিকুলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে ভিসির কাছে জবাবদিহি চাওয়া হচ্ছিল। ট্রাস্টিরা জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটিকে সামনে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়েই যোগ্য শিক্ষক রয়েছেন। দ্রুতই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরবে এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

আরো পড়ুন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুলের অপসারণের দাবি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত ইউক্রেনে

৭০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত ইউক্রেনে

এবার সালমান শাহ-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

এবার সালমান শাহ-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

যেভাবে হবে পুলিশ সংস্কার

যেভাবে হবে পুলিশ সংস্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App