×

বলিউড

যৌন হেনস্থার রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম

যৌন হেনস্থার রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

মালয়ালম ছবির জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে হেমা কমিশনের রিপোর্ট প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত ছয় বছর ধরে যৌন হেনস্থার ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করছে মালয়ালম ছবির জগৎ, এমনটাই দাবি অভিনেত্রীর।

সিনেমায় ‘আইটেম’ গানের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি জানিয়েছে, একই ধরনের লিঙ্গবৈষম্যের ওপর ছবি চলছে। যে ছবিতে মহিলাদের ওপর হিংসা দেখানো হচ্ছে, সেই ছবিই ভালো চলছে।

এ বিজেপির সংসদ সদস্য বলেন, নারী হয়ে যারা অন্য নারীর কাজের প্রচার করে না, তাদের নিয়ে আমি হতাশ। বহু নারী আমাকে প্রশ্ন করেন— আমি কেন লড়াই করছি? এই লড়াইয়ের জন্য আমি শুধুই সুযোগ হাতছাড়া করেছি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা স্মরণ করিয়ে দিলেন, আমির খানের ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে কথা বলেছিলেন তিনি। তিনি বলেন, কেরালা রিপোর্ট নিয়ে এটাই বলব— আমি এই একই কথা বলে চলেছি বছরের পর বছর ধরে। কিন্তু তাতে কী হলো— কিছুই তো হলো না।

আরো পড়ুন : ধর্ষণ রুখে দেয়ার উপায় জানালেন শাবানা আজমি

হেমা কমিশনের রিপোর্ট পেশ হওয়ার পরে বিনোদন জগতে মহিলাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন স্বরা ভাস্করও। অভিনেত্রী সমাজমাধ্যমের পোস্টে লেখেন, ‘কমিশনের রিপোর্ট থেকে যা উঠে এসেছে, তা দেখে আমি ভেঙে পড়েছি। খারাপ লাগছে, কারণ এই রিপোর্টের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছি।’

তিনি আরো লেখেন, ‘বিনোদন জগত শুধু পুরুষতান্ত্রিকই নয়। বলা ভালো, একনায়কতন্ত্র চলে এই জগতে। সফল অভিনেতারা মুহূর্তে ভগবানের তকমা পেয়ে যান এবং তারা যা করেন সবই যেন ঠিক। তারা যদি অসন্তোষ তৈরি করার মতো কিছু করেন, অন্যরা সেটা এড়িয়ে যান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App