×

বলিউড

আলি দরগায় সংস্কারের কত টাকা দিলেন অক্ষয়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম

আলি দরগায় সংস্কারের কত টাকা দিলেন অক্ষয়?

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম সফল নায়ক অক্ষয় কুমার। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে তার। তবে কাজের ফাঁকেও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি। সেই ধারাবাহিকতায় মুম্বাইয়ের হাজি আলি দরগা মেরামতির জন্য অর্থসাহায্য করলেন বলিউডের ‘খিলাড়ি কুমার’।

বৃহস্পতিবার (৮ আগস্ট) হাজি আলি দরগা দর্শন করেন অক্ষয়। অভিনেতার সেই ছবি ইতোমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরই দরগার তরফে জানানো হয়, দরগা মেরামতির জন্য ১ কোটি ২১ লাখ টাকা দান করেছেন অক্ষয়। দরগার তরফে এক্স-এ (সাবেক টুইটার) লেখা হয়েছে, ‘সুপারস্টার অক্ষয় কুমার হাজি আলি দরগার একটি অংশের সংস্কারের দায়িত্ব নিয়েছেন।’ পাশাপাশি, ইনস্টাগ্রামেও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অক্ষয় দরগা ঘুরে দেখছেন। কর্তব্যরত কর্মীদের সঙ্গে তিনি ছবিও তোলেন।

অক্ষয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তার প্রশংসা করেছেন। কারো মতে, অক্ষয় সব সময়েই পেশার বাইরে ভালো কাজ করার চেষ্টা করেন। আবার কেউ বলছেন, ‘আপনি প্রকৃত অর্থেই দরদি। আপনাকে নিয়ে আমরা গর্বিত।’

অবশ্য এই প্রথম নয়। সম্প্রতি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির জন্য কোনো পারিশ্রমিক নিতে রাজি হননি অক্ষয়। এই মুহূর্তে অক্ষয় ‘খেল খেল মে’ ছবির প্রচারে ব্যস্ত। ছবিতে তার সঙ্গে রয়েছেন বনি কপূর, ফরদিন খান প্রমুখ। ছবিটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাচ্ছে।

আরো পড়ুন : সালমানের প্রাক্তন প্রেমিকা এবার ‘বিগ বস’ শোয়ে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গোলাপ শাহ মাজারে উত্তপ্ত পরিস্থিতি, অতঃপর সেনাবাহিনীর আগমন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App