×

পুরনো খবর

বলী খেলায় ৬৫ সেকেন্ডেই কুপোকাৎ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম

https://www.youtube.com/watch?v=4V5l6LjE8rc

কক্সবাজারের জীবন বলিকে হারিয়ে কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন

লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার জমজমাট আসর বসেছিল এবার তিন বছর পর। হাজারো দর্শকের বাঁধভাঙা উচ্ছাসের মধ্যে লড়ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগীর বা বলীরা। চুড়ান্ত পর্বে মুখোমুখি সেই চিরপ্রতিদ্বন্দ্বী কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম জীবন ও কুমিল্লার হোমনার শাহজালাল। সুঠাম দেহের দুই বলী ‘কেহ কারে নাহি ছাড়ে’ এই অবস্থা। কিন্তু মঙ্গলবার সোয়া ৫টায় বলীখেলার চূড়ান্ত পর্ব শুরু হওয়ার মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ডেই অবসান হল মঞ্চের চারপাশে অবস্থান নেয়া দর্শকদের টানটান উত্তেজনার। কক্সবাজারের জীবনকে হারিয়ে কুমিল্লা শাহজালাল বলী অর্জন করেছেন জয়ের মুকুট। গতবার এই আসরেই জীবনের কাছে পরাস্ত হয়েছিলেন শাহজালাল। এবার জীবনকে পরাস্ত করে যেনো মধুর প্রতিশোধ নিলেন এই বলী।

আরো পড়ুন: বন্দরনগরী চট্টগ্রাম এখন বৈশাখী মেলার আমেজে

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে প্রধান রেফারি আব্দুল মালেক যখন শাহজালালের হাত উঁচিয়ে তাকে বিজয়ী ঘোষণা করেন, দর্শকরা হাততালি দিয়ে ঢোল, বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। ২০১৮ সালেও জীবনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহজালাল। ২০১৯ সালে অবশ্য জীবন এর প্রতিশোধ নিয়েছিলেন শাহজালালকে হারিয়ে। ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বলী খেলা হয়নি। ২০২২ সালে শাহজালালকে হারিয়ে বিজয়মাল্য পরেছিলেন জীবন। আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী জানিয়েছেন, এবার বলীখেলায় অংশ নিতে মোট ১০০ জন তাদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাইবাছাইয়ের পর ৪০ জনকে বাদ দেয়া হয়। মোট ৬৪ জন প্রতিযোগী এবারের বলীখেলায় অংশ নিয়েছেন।

লালদীঘি মাঠে কাঠ ও বাঁশের তৈরী ২০ ফুট উঁচু ও ২০ বর্গফুটের বালির মঞ্চে খেলার সাধারণ রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডে মোট আটজন অংশ নেন। এদের মধ্যে তিনজন গতবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিলেন। দুই রাউন্ডের সেমিফাইনালের প্রথম পর্বে সৃজন চাকমা ও জীবন বলি অংশ নেন। ১ মিনিট ৩৬ সেকেন্ড লড়াইয়ের পর জিতে আসেন জীবন বলী। দ্বিতীয় রাউন্ডে শাহজালাল বলী ও আব্দুর নুর লড়াই করেন। ১ মিনিট ২৬ সেকেন্ডের খেলায় পরাস্ত হন নুর। জিতেন শাহজালাল বলী। এরপর জীবন ও শাহজালাল বলী চূড়ান্ত পর্বের লড়াইয়ে অবতীর্ণ হন। পরে চ্যাম্পিয়ন শাহজালাল, রানার্স আপ জীবন এবং তৃতীয় স্থানে থাকা সৃজন চাকমার হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।

[caption id="attachment_425482" align="aligncenter" width="1280"] লড়াইয়ে নেমেছেন কক্সবাজারের জীবন বলী ও কুমিল্লা শাহজালাল বলী। ছবি: ভোরের কাগজ[/caption]

এর আগে, বিকেল চারটার দিকে বলিখেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। মেয়র বলেন, ‘ব্রিটিশ শাসনামল থেকে প্রতিরোধের বার্তা ছড়িয়ে আসছে জব্বারের বলিখেলা। বর্তমানে প্রযুক্তিগত চ্যালেঞ্জ আর মৌলবাদীদের ষড়যন্ত্রে যে সাংস্কৃতিক সংকট তা রুখতে এবং তা থেকে আমাদের ঐতিহ্য বাঁচাতে জব্বারের বলিখেলা আর বৈশাখী মেলার মতো সাংস্কৃতিক উপাদানগুলোকে বাঁচাতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনার অভিঘাত পেরিয়ে এবছর আমরা লালদীঘি ময়দানে বলিখেলার আয়োজন ফেরাতে পেরেছি। আমি যতদিন মেয়রের দায়িত্বে আছি এই বলিখেলার আয়োজনকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাব। আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোলমডেলে পরিণত করতে কাজ করছি তাদের মনে রাখতে হবে সাংস্কৃতিক উৎকর্ষ ছাড়া স্বাধীনতার প্রকৃত সুফল আসবেনা। একাত্তরের মুক্তিযুদ্ধ কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিলনা, এ যুদ্ধ ছিল আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষার যুদ্ধও। এ যুদ্ধ আজও চলমান, আর এ যুদ্ধে আমাদের জিততেই হবে।’

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে জাগাতে ১৯০৯ সালে শুরু হওয়া এই আব্দুল জব্বারের বলীখেলার এবার ১১৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। বলীখেলা উপলক্ষে সোমবার থেকে শুরু হওয়া তিনদিনের বৈশাখী মেলা দ্বিতীয় দিনে আরও জমে উঠেছে। দিনভর ক্রেতাদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গন। মেলা বুধবারও চলবে। একইসঙ্গে আজ বুধবার চাটগাঁইয়া ঈদ উৎসবেরও আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App