ছেলের জেলবন্দি সময়ে শাহরুখের দিনকাল

আগের সংবাদ

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

পরের সংবাদ

অবসরে ভিলিয়ার্স ও গেইলের জার্সি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১:৪৬ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে ভিন্ন রকম এক সম্মান উপহার দিলো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স। এই ক্লাবের হয়ে ব্যাট হাতে বহু ম্যাচ দাপট দেখিয়েছেন তারা।

ক্লাবের সাবেক দুই লিজেন্ডারি ক্রিকেটারকে এবার সম্মানিত করার উদ্যোগ নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।

তাদেরকে ক্লাবের হল অব ফেমে অভিষিক্ত করা হচ্ছে, একই সঙ্গে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হচ্ছে। আরসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, টি–টোয়েন্টির দুই মহাতারকাকে সম্মান জানাতে তাদের জার্সি নম্বর আর কাউকে দেওয়া হবে না। আরসিবির টুইটার থেকে জানানো হয়, আরসিবি লেজেন্ডসদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করার সময় ডি ভিলিয়ার্স ও গেইলের প্রতি ট্রিবিউট হিসেবে তাদের ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে দেওয়া হবে।

গেইল ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আরসিবিতে খেলেছেন, এর মধ্যে সেঞ্চুরি ছিল ৫টি। ২০১৫ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে খেলা ৬৬ বলে ১৭৫* রানের ইনিংসটি এখনো আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুতে খেলেছেন ১১ মৌসুম। মোট ১৫৬ ম্যাচ খেলে রান করেছেন ৪ হাজার ৪৯১, যার মধ্যে ৩৭টি ফিফটি ও ২টি সেঞ্চুরি ছিল।

২৬ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে ‘আনবক্স’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আরসিবি। সেখানে ডি ভিলিয়ার্স ও গেইলের উপস্থিতিতে তাদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়