×

শিক্ষা

রাবিতে সংঘর্ষ: বন্ধ ক্লাস-পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:৩৩ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

রবিবার ও সোমবার এই দুইদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মঙ্গলবার থেকে ফের ক্লাস ও পরীক্ষা শুরু হবে। শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে এই ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় রাবি প্রশাসন।

আরো পড়ুন: শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে আহত ২০০, দোকানে অগ্নিসংযোগ ৩০

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক সুলতানুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা আন্তরিক। আপাতত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি শুরু হবে ক্লাস ও পরীক্ষা।

আরো পড়ুন: পরিস্থিতি সামলাতে বিজিবি মোতায়েন

এর আগে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এখনো সংঘর্ষ চলছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। সংঘর্ষের একপর্যায়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কের দুইপাশ থেকে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App