×

অর্থনীতি

মাথাপিছু আয় তিন হাজার ডলার ছাড়াবে, আশা অর্থমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৮:৩৩ পিএম

আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হবে তিন হাজার সাত মার্কিন ডলার। এমন আশাই প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্তমান সরকারের অর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, মাথাপিছু আয় ২০০৫-২০০৬ অর্থবছরে ছিল ৫৪৩ মার্কিন ডলার, যা বৃদ্ধি পেয়ে এখন দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

অনুদান ছাড়া এবারের বাজেটের ঘাটতি দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। আর অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির পাঁচ দশমিক ৪০ শতাংশের সমান।

আরও পড়ুন : বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ।

পরিচালনসহ অন্যান্য খাতে মোট চার লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কয়েকটি খাতে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App