×

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ডুবল রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১১:০৯ এএম

কৃষ্ণসাগরে ডুবল রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ

শুক্রবার ইউক্রেনে হামলায় কৃষ্ণসাগর থেকে নেতৃত্ব দেয়া রাশিয়ার যুদ্ধজাহাজ ‘মস্কোভা’ ডুবে যায়

কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কৃষ্ণসাগরে ঝোড়ো বাতাসের কারণে বন্দরের দিকে যাচ্ছিল ‘ব্ল্যাক সি’ নৌ-বহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ‘মস্কোভা’। বুধবার ওই রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরণ হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ওই জাহাজে আগুন লাগার পর শুক্রবার ভোরে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জাহাজটিতে হামলার দাবি করেছেন।

পড়ুন : রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভায় বিস্ফোরণ

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগর থেকে ‘মস্কোভা’ জাহাজটি ইউক্রেনে হামলার নেতৃত্ব দিচ্ছিল। বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৫১০ জন ক্রুকে সরিয়ে নেয়া হয় এবং বৃহস্পতিবার জাহাজটিকে টো করে বন্দরে ফিরিয়ে নেয়া হচ্ছিল। আর তখনই জাহাজটি সাগরে ডুবে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App