×

শিক্ষা

একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীদের অশালীন মন্তব্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১০:১৭ পিএম

একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীদের অশালীন মন্তব্য

ফাইল ছবি

করোনাকালে স্থবির শিক্ষা কার্যক্রম বিকল্প উপায়ে এগিয়ে নিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলে সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার (৪ অক্টোবর) থেকে একযোগে শুরু হয় অনলাইন ক্লাস। সেই সঙ্গে শুরু হয়েছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজেও। তবে এই কলেজের অনলাইন ক্লাস চলাকালীন কয়েকটি ফেসবুক আইডি থেকে অশালীন মন্তব্য করতে দেখা গেছে। রবিবার ক্লাস শেষ হওয়ার পর এসব অশালীন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অশালীন মন্তব্যে ফেসবুকে ক্ষোভে ফুঁসে উঠেছে কলেজের সাবেক ও বর্তমান সাধারণ শিক্ষার্থীরা। অনেকেই অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। ফেইসবুক আইডিগুলোর মধ্যে, উতস হালদার , নাজমুল সায়েম, অভি বিশ্বাস রাহুল, আসিফ জিয়ান, কামরুজ্জামান অয়ন, উজ্জল দাস, আশফান্দ চৌধুরী, নামক আইডি থেকে এসব অশ্লীল মন্তব্য করা হয়। এসব আইডি থেকে সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অশালীন শব্দ, পর্ণ তারকার নাম এবং বাজে ভাষা লিখে। এদের মধ্যে সামাজিক মাধ্যামে দুজনকে চিহ্নিত করা হয়। উতস হালদার ও নাজমুল সায়েম (পুরো নাম মো. নাজমুল ইসলাম সায়েম) তারা কবি নজরুল কলেজেরই সদ্য ভর্তি হওয়া নতুন ছাত্র। তারা দুজনেই বিজ্ঞান বিভাগের ছাত্র। এ নিয়ে কবি নজরুল কলেজ ফ্যান ক্লাব গ্রুপে কলেজের সাবেক এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) পোস্ট করেন। সেখানে তিনি লেখেছেন, কবি নজরুল সরকারি কলেজে ভর্তি হতে ভালো পয়েন্ট লাগে। সেদিক থেকে বলা যায়, এদের জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা কোন দিক থেকে কম নয়। এরা কি করে কলেজে ভর্তি হয়েই একজন সম্মানিত শিক্ষকের ক্লাসে এ ধরনের মন্তব্য করতে পারে? এদের এতো সাহস কীভাবে হয় কলেজে পা না দিতেই এসব অশ্লীল মন্তব্য করে। কিন্তু কখোনই আমরা এসব অশ্লীল কথাবার্তা মেনে নিতে রাজি না। কলেজ কর্তৃপক্ষ এদেরকে যেন শাস্তির আওতায় আনে। অদৃত মুন্সি নামে একজন বলেন, এরা কারা? কলেজ কর্তৃপক্ষের উচিত এদের বিষয় এখনি পদক্ষেপ নেয়া। আর এদের মন্তব্যগুলো এক প্রকার অপরাধের মধ্যে পড়ে। ডিজিটাল আইনে অথবা সাইবার ক্রাইমে এদের শাস্তি হওয়া উচিত। সাবরিনা সান্জু ইমা বলেন, এদের সতর্ক করার কি দরকার? এইসব অসভ্যদের শাস্তি না দিলে এরা আরো বেশি সাহস পেয়ে যাবে। নাদিম হাসান বলেন, এদের বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এ বিষয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সারাদিন ব্যস্ত ছিলাম। তাই বিষয়টি এখনো আমার নজরে পড়েনি। তবে বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App