×

আন্তর্জাতিক

তাড়াহুড়ো করে ভ্যাকসিন আনতে চায় না জার্মানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩২ পিএম

তাড়াহুড়ো করে ভ্যাকসিন আনতে চায় না জার্মানি

ছবি: রয়টার্স

পুরো বিশ্ব যখন করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন ঠিক সে মুহূর্তে জার্মানির গবেষণামন্ত্রী আনজা কার্লিজেক বলেছেন, আমরা স্বল্প সময়ে বা উপায়ে করোনা ভ্যাকসিন নিয়ে এসে কোনো ঝুঁকিতে পড়তে চাই না। আমাদের ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আমরা সেটি নিরাপদ ও কার্যকরভাবেই আনতে চাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বার্লিনে এক সংবাদ সম্মলনে গবেষণামন্ত্রী এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি আরও বলেন, জার্মানি কিংবা ইউরোপ এ লক্ষেই কাজ করছে। আমি বিশ্বাস করি সব দেশরই স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভ্যাকসিন চূড়ান্তের কাজ করা উচিত।

এর আগে এক বিবৃতিতে তিনি বলেছিলেন যে ২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে ভ্যাকসিন সহজলভ্য হবে না।

  আরও পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App