×

আন্তর্জাতিক

ব্রাজিলে ফের অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:০৭ পিএম

ব্রাজিলে ফের অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল শুরু

অক্সফোর্ডের সাথে ভ্যাকসিন তৈরিতে কাজ করছে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রেজেনেকা

করোনাভাইরাস প্রতিরোধে অ্যাস্ট্রেজেনেকা ও অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল আবার শুরু করেছে ব্রাজিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক এ সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সপ্তাহের শুরুতে ব্রিটেন তৃতীয় ধাপের এই ট্রায়াল শুরু করে। ভ্যাকসিন প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় এই ট্রায়াল স্থগিত হয়েছিল।

ব্রাজিলে ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে দ্য ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাউলো এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ হাজার স্বেচ্ছাসেবীর মধ্যে চার হাজার ৬০০ স্বেচ্ছাসেবীর ওপর কোনো প্রকার জটিল শারীরিক সমস্যা ছাড়াই ভ্যাকসিন ট্রায়াল করা হয়।

বিশ্বে করোনা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পরপরই কভিড ভ্যাকসিন আবিষ্কারে ঝাঁপিয়ে পড়ে রাশিয়া, ব্রিটেন ও চীন।

দেশগুলোর বেশিরভাগ ভ্যাকসিনের এখন তৃতীয় ট্রায়াল চলছে। চূড়ান্ত ট্রায়ালের পরপরই তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App