×

আন্তর্জাতিক

বৈরুতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১০:৫২ এএম

বৈরুতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

নৌ-জাহাজ। ছবি: সংগৃহীত।

বৈরুতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

বিস্ফোরণে বিধ্বস্ত। ছবি: সংগৃহীত।

লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে বাংলাদেশের কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন। তবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস এর ২১ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই। এদের মধ্যে দুইজন অধিকতর আহত বাকিরা বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন। তবে কোনো বাংলাদেশি শ্রমিক নিহত বা আহত হননি।

[caption id="attachment_235621" align="aligncenter" width="700"] বিস্ফোরণে বিধ্বস্ত। ছবি: সংগৃহীত।[/caption]

তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় এ ১১০ জন সামরিক বাহিনীর সদস্য ছিল। কিন্তু ঘটনার সময় বেশির ভাগই জাহাজে ছিলেন না।

উল্লেখ্য, মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। ভয়াবহ এই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে এবং আহত হয়েছেন অন্তত ৪ হাজার মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আজ বুধবার (৫ আগস্ট) দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App