×

জাতীয়

ট্রাকচাপায় মারা গেলেন প্রসূতি হত্যাকারী ক্লিনিক মালিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৪:২৬ পিএম

ট্রাকচাপায় মারা গেলেন প্রসূতি হত্যাকারী ক্লিনিক মালিক

ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু।

ট্রাক চাপায় মারা গেলেন পাবনার ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ নামের সেই প্রসূতি হত্যাকারী ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু (৫৫)। তিনি চাটমোহর পৌর এলাকার আফ্রাতপাড়ার তোফাজ্জল সরদারের ছেলে। তাঁর ক্লিনিকে সর্বশেষ প্রসূতি মৃত্যুর ঘটনায় চাটমোহর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন তিনি।

রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ঈশ্বরদী পৌর সদরের বাবুপাড়া এলাকায় রিক্সাযোগে শ্বশুড়বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ নভেম্বর (সোমবার) রাতে আমির হোসেন বাবলুর মালিকানাধীন ক্লিনিকে একজন প্রসূতির অপারেশন চলাকালে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় কথিত চিকিৎসক সাদ্দাম হোসেন নিবির ও আসাদুজ্জামানেক ধরে পুলিশে দেয় এলাকাবাসী। ওই সময় কৌশলে পালিয়ে যান আমির হোসেন বাবলু।

এরপর ১২ নভেম্বর রাতে ওই ঘটনায় মৃত প্রসূতি তাছলিমা খাতুনের বাবা মজনুর রহমান মজনু বাদী হয়ে চাটমোহর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- আমির হোসেন বাবলু (৫৫), কথিত চিকিৎসক সাদ্দাম হোসেন নিবির (২৭) মো. আসাদুজ্জামান (৩৮)। এছাড়া বিভিন্ন সময় ভুল অপারেশন করে হত্যার অভিযোগে বাবলুর বিরুদ্ধে ৫টি মামলা ছিল।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App