×

জাতীয়

নিহতদের পরিবার পাবে ১ লাখ ২৫ হাজার টাকা: রেলমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম

নিহতদের পরিবার পাবে ১ লাখ ২৫ হাজার টাকা: রেলমন্ত্রী
নিহতদের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরন করা সম্ভব নয়। তবুও রেলপথ মন্ত্রণালয় থেকে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়া হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগ রেলস্টেশনে দূর্ঘটনাস্থল পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সূজন এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, এখানে উদায়ন এক্সপ্রেস ট্রেনের কোনো ক্রটি ছিল না। তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিক ( চালক) ও সহকারি লোকোমোটিককে (সহকারি চালক) তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে তিনটার দিকে কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদায়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংর্ঘষ হয়। এতে ১৬ জন নিহত ও শতাধিক ট্রেন যাত্রী আহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App