×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ০১:৫৯ পিএম

ঢাকা- চট্টগ্রাম ও সিলেট রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সোমবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের সাথে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদায়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৬ জন নিহত ও শতাধিক ট্রেন যাত্রী আহত হয়। এ সময় চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার পর পরই দুটি রিলিফ ট্রেন ও দমকল বাহিনী উদ্ধার তৎপরতা শরু করে। তারা দূর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি সরিয়ে নিলে দুপুর ১ টায় পুনরায় ওই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App