×

আন্তর্জাতিক

ট্রাম্পের উপহাসের পরদিনই গ্রেটা পেলেন বিকল্প নোবেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম

রাইট লাইভলিহুড এওয়ার্ডে ভূষিত হলো আলোচিত সুইডিশ শিশু পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এ পুরস্কারকে নোবেল প্রাইজের বিকল্প হিসেবে ভাবা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। চলতি বছরে আরো দুজনকে দেয়া হয়েছে এ পুরস্কারটি। পুরস্কারদাতা সংস্থা রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈজ্ঞানিক বাস্তবতার আলোকে জলবায়ু বিষয়ে জরুরি পদক্ষেপের জন্যে বিশদ রাজনৈতিক দাবি ও উৎসাহের জন্যে গ্রেটাকে এ পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। এতে আরো বলা হয়, গ্রেটা থানবার্গের উদ্যোগের কারণে তার সমবয়সী লাখ লাখ শিক্ষার্থী অবিলম্বে জলবায়ু বিষয়ে পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানানোর উৎসাহ পেয়েছে। [caption id="attachment_165497" align="aligncenter" width="700"] জাতিসংঘে হাঁটার সময় ট্রাম্পের দিকে চোখ পাকাচ্ছেন গ্রেটা থানবার্গ[/caption] বিবৃতিতে বলা হয়, থানবার্গ জলবায়ু নিয়ে তার আন্দোলন ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ শুরু করেছেন ২০১৮ সালের আগস্ট মাসে। তখন তিনি সুইডেনের পার্লামেন্টের সামনে পরিবেশ বাঁচানোর দাবি নিয়ে একাই বসতে শুরু করেন। তার এ দাবির সাথে ধীরে ধীরে একাত্ম হতে শুরু করে বিশ্বের তরুণ সমাজ। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর বিশ্বের দেড়শটি দেশের ৪০ লাখেরও বেশি তরুণ গ্রেটার নেতৃত্বে পরিবেশ বাঁচানোর দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ করে। তারা রাজনীতিবিদদের কাছে পরিবেশ বাঁচানোর জন্যে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। দ্য রাইট লাইভলিহুড এওয়ার্ডের প্রবর্তক সুইডিশ জার্মান ডাকটিকেট বিশারদ জ্যাকভ ভন ওয়েক্সকাল। পরিবেশ এবং আন্তর্জাতিক উন্নয়নে অবদানের জন্যে নোবেল ফাউন্ডেশন পুরস্কার প্রবর্তন করতে অস্বীকার করলে তিনি ১৯৮০ সালে তা চালু করেন। এই পুরস্কারের জন্যে প্রত্যেকে এক লাখ তিন হাজার মার্কিন ডলার করে পাবেন। সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App