×

পুরনো খবর

ট্রাম্পকে দেখে চোখ পাকালেন ছোট্ট গ্রেটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২ পিএম

ট্রাম্পকে দেখে চোখ পাকালেন ছোট্ট গ্রেটা

জাতিসংঘে হাটার সময় ট্রাম্পের দিকে তাকাচ্ছেন গ্রেটা থানবার্গ

জলবায়ু শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয় বিশ্বজুড়ে আলোচিত কিশোরী সুইডিশ কর্মী গ্রেটা থানবার্গ। সে রাগতস্বরে ট্রাম্পের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলে বসেছিল, ‘আপনি আমাদের ব্যর্থ করছেন।’ এ ঘটনার পর ট্রাম্পের প্রতি গ্রেটার ক্ষোভের ঝলক দেখা গেল সোমবার। জাতিসংঘে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত একটি সভায় যোগ দিতে পাশ দিয়ে যখন ট্রাম্প হেঁটে যাচ্ছিলেন তখন গ্রেটা থানবার্গের চোখ লাল হয়ে যায়। চোখ পাকিয়ে দেখছিলেন ট্রাম্পকে, যেন দৃষ্টির আগুনে পুড়িয়ে ফেলবে ট্রাম্পকে। জলবায়ু পরিবর্তন নিয়ে শুরু থেকেই মসকরা করা  মার্কিন প্রেসিডেন্ট সেদিন জাতিসংঘের প্রধান জলবায়ু শীর্ষ সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের দিকে থানবার্গের চোক পাকানোর ভিডিওটি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের প্রার্থী জুলিয়ান কাস্ত্রো টুইট করেছেন "আমরা অনেকেরই হয়তো এই সম্পর্কটা বুঝতে পারছি।” যা কিনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জলবায়ু সম্মেলনে ভাষণ দেয়ার সময় থানবার্গ হয়তো মনে মনে ট্রাম্পকেই উদ্দেশ্য করে বলেছিল ‘আপনি আমাদের ব্যর্থ করছেন’। ট্রাম্প বারবার জলবায়ু বিজ্ঞানকে প্রশ্নবিদ্ধ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কার্বন দূষণের বিধি বিধানকে সীমাবদ্ধ করে দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App