×

জাতীয়

রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৩ পিএম

রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান ঘোষণা
সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন শীর্ষ নেতাদের একাংশ। সেই সঙ্গে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে পার্টির দ্বিতীয় প্রধান নেতা কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের রওশন এরশাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ ঘোষণা দিয়েছেন। আগামী ছয় মাসের মধ্যেই পার্টির কাউন্সিল করারও কথা বলা হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, জিএম কাদের পার্টির কো-চেয়ারম্যান হিসেবে থাকবেন। যে প্রক্রিয়ায় তিনি নিজেকে পার্টির চেয়ারম্যান দাবি করছেন, সে প্রক্রিয়ায় গলদ রয়েছে। এরশাদের অসুস্থতা ও মৃত্যুর কারণে আমরা এ নিয়ে প্রশ্ন তুলিনি। জিএম কাদের পার্লামেন্টারি বোর্ড গঠনে গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা আছে, চেয়ারম্যান, মহাসচিবের বাইরে পার্লামেন্টারি বোর্ডে জ্যেষ্ঠতার ভিত্তিতে সাত সদস্য থাকবেন। তিনি যা করেছেন, সবই অবৈধ। তবে তাতে পার্টি ভাঙবে না বলেও মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ। সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বিস্ময় প্রকাশ করে বলেন, পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কী আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি। সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোহেল রানা, গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু। এদিকে রওশন এরশাদের বাসভবনের ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল তখন বাইরে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App