×

বিনোদন

‘রূপসা নদীর বাঁকে’ নিয়ে চিন্তিত নির্মাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০১:২০ পিএম

‘রূপসা নদীর বাঁকে’ নিয়ে চিন্তিত নির্মাতা
জুলাই থেকে শুরু হচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের ডাবিং। সবকিছু ঠিক থাকলে আগামী শীতেই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান নির্মাতা। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’র কাহিনী গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থি নেতাকে ঘিরে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। দুই ঘণ্টা দৈর্ঘ্যরে ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা বিপ্লবী জীবনের পরিপ্রেক্ষিতে উঠে আসবে। বিভিন্ন বয়সে বামপন্থি নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তওসিফ সাদমান ত‚র্য। খুলনার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলার গ্রামাঞ্চলে, দৌলতপুর স্টেশনে এবং কুমিল্লায় ছবিটির শুটিং হয়েছে। ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। সরকারি অনুদানের পাশাপাশি গণঅর্থায়নের মাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেল বলেন, নির্মাণ যতটুকু সম্পন্ন হয়েছে আমি তৃপ্ত। পুরো ইউনিট যথেষ্ট পরিশ্রম করেছে। অর্থ সংকটের কারণে যতটুকু আশা ছিল, তা হয়তো সম্ভবপর হয়নি। গণঅর্থায়ন নিয়ে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তা হয়নি। সে কারণে কিছুটা চিন্তিত। এমনিতে ছবির নান্দনিক জায়গাটা নিয়ে আমরা বেশ তৃপ্ত। নতুন অনেক অভিনেতা-অভিনেত্রী কাজ করেছে, তারাও বেশ আন্তরিকভাবেই কাজ করেছে। সবকিছু ঠিক থাকলে আসছে শীতেই চলচ্চিত্রটি মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App