বৃষ্টিপাত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশের কিছু কিছু জেলায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭২ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের এ প্রবণতা শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, ১৮৮ মিলিমিটার। বর্তমানে বাংলাদেশের যে ছয়টি জেলা বন্যা কবলিত, তার মধ্যে কুমিল্লা অন্যতম।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ দুর্যোগে ছয় জেলায় পানিবন্দি হয়ে পড়েছে এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। দুর্গতদের জন্য ১,৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে দুর্যোগ মন্ত্রণালয় বলছে, এসব কেন্দ্রে ১৭ হাজার ৮৮২ জন আশ্রয় নিয়েছে। সেই সঙ্গে আশ্রয় পেয়েছে তিন হাজার ৪৮৬টি গবাদি পশু। বন্যা কবলিত ছয় জেলায় ৩০৯টি মেডিকেল টিম চালু রয়েছে।
আরো পড়ুন : মিরসরাইয়ে বন্যায় পানিবন্দি ৭০ হাজার পরিবার