ভবিষ্যৎ নিয়ে চিন্তায় হাথুরু, রাওয়ালপিন্ডিতে যেমন হতে পারে একাদশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম
শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও পদত্যাগে সম্মত হয়েছেন। চলমান অস্থিরতার মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও রয়েছে ধোঁয়াশায়।
ঢাকায় যেসব ঘটনা ঘটেছে, পাকিস্তানে বসে তা নিয়ে বেশ চাপেই আছেন লঙ্কান এই মাইন্ডমাস্টার। একদিকে, ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। অন্যদিকে তামিমকেও হঠাৎ বিসিবিতে দেখা গিয়েছে।
মজার ব্যাপার হলো- নিজের দুই মেয়াদে এই দু’জনের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন হাথুরু। কোচের সঙ্গে মতপার্থক্যের কারণে পদত্যাগ করেছিলেন ফারুক। তারই এবার বোর্ড প্রধান হওয়ার গুঞ্জন। অন্যদিকে তামিমের অবসর কাণ্ড আর জাতীয় দলের বাইরে থাকা তো রীতিমতো সিনেমাকেই হার মানায়।
তাই দেশের ক্রিকেটের পালাবদলের এই সময়ে চাকরিটা যে যায় যায়, তা ঠিকই টের পেয়েছেন বিজ্ঞানী হাথুরু।
হাথুরুর ভাষ্য, ‘যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
তবে, এবার পাকিস্তান সফরে ঢাকার এই দৃশ্যগুলো ঠিকই বিবেচনায় রাখছেন হাথুরু। এরপরও মাঠের ক্রিকেটে বাড়তি মনোযোগের বিকল্প নেই। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পেস-বান্ধব উইকেট বানিয়েছে পাকিস্তান। অন্যদিকে বরাবরই স্পিন উইকেটে অভ্যস্ত টাইগার কোচ। তাই তার সামনে এবার বাড়তি চ্যালেঞ্জ।
এদিকে, সাম্প্রতিক সময়ে মানসিকভাবে চাপে আছেন সাকিব আল হাসান। নাফিসা কামালের সঙ্গে তার গোপন সম্পর্কের গুঞ্জনও উঠেছিল। চিরচেনা ফর্মেও নেই এই অলরাউন্ডার। আর সেরা বিসিবি সভাপতি হতে চাওয়া সাকিবের জন্য সবকিছু সহজে মেনে নেওয়া কষ্টসাধ্যই।
অন্যদিকে, ম্যাচ শুরুর প্রায় ৪০ ঘণ্টা আগেই রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন দলে ৪ পেসার, ৬ ব্যাটার ও এক ব্যাটিং অলরাউন্ডার রাখা হয়েছে।
পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।
তবে, বাংলাদেশের একাদশে ৩ পেসার ও দুই স্পিন অলরাউন্ডার দেখা যেতে পারে। পেস বান্ধব উইকেটেও সাকিব ও মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। তাদের ব্যাটিং সামর্থ্যই বেশি বিবেচনায় নেওয়া হবে। তাইজুলের ঠাঁই পাওয়া কঠিন।
জাকিরের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে সাদমানকে দেখা যেতে পারে। শান্তর পাশাপাশি মুমিনুল, মুশফিক আর লিটনও একাদশে নিশ্চিত। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।